Dhakar Bazar

Phone: +8801924724061

অনলাইন নিরাপত্তায় সাইবার সিকিউরিটি

October 18, 2023 by Syed Sultan
No Comments

এই শতাব্দীর শুরু থেকেই ব্যক্তিগত, ব্যবসায়িক, রাজনৈতিক এবং সর্বোপরি একাডেমিক কারণে ইন্টারনেটের মাধ্যমে নানাবিধ তথ্য উপাত্ত আদান প্রদান একটি অপরিহার্য বিষয় হয়ে উঠেছে। এসব তথ্য উপাত্ত যাতে কখনো কেউ কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে তার জন্য সচেতন থাকা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। ডঃ লিপন মুস্তাফিজ এবং সৈয়দ সুলতানের লেখা এই বইটি সাইবার নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবং সাইবার নিরাপত্তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাদারি কাজে বিশেষ উপকারে আসবে। ড. মোহাম্মদ আব্দুল বাছিত অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, বুয়েট

লিপন এবং সুলতানের লেখা সাইবার সিকিউরিটির উপর এই বইটি অত্যন্ত সময়োপযোগী বই। আমি বইটির সাফল্য কামনা করছি।

ড: মুহম্মদ জাফর ইকবাল

১৯ – ০২ – ২০২২

”অনলাইন নিরাপত্তায় সাইবার সিকিউরিটি” বইটি কিনতে এখনই ফোনে যোগাযোগ করুন।

ফোন: +৮৮০১৯২৯৪৬১৭৭৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *